যশোরে আইনজীবীকে মামলা প্রত্যাহারের হুমকি

আরো পড়ুন

যশোরে একটি মামলা তুলে নেওয়ার জন্য একজন আইনজীবীকে মারধর ও মিথ্যা মামলা দিয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য মীর ফিরোজ হাসান শনিবার (২২ নভেম্বর, ২০২৫) রাত আটটায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার নম্বর-১৯৬৬

* যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ধানঘাটা গ্রামের শাহজালাল ওরফে সাগর, তার শ্বশুর নিকমল মোড়ল এবং বন্ধু আক্তার হোসেনের বিরুদ্ধে সদর আমলী আদালতে তিনটি মামলা চলমান রয়েছে।
* শনিবার সকালে অভিযুক্ত সাগর আইনজীবী মীর ফিরোজ হাসানকে মোবাইলে কল দিয়ে এই মামলাগুলো প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেন।
* সাগর হুমকি দেন যে মামলা প্রত্যাহার না করলে, ডিবি পুলিশের মাধ্যমে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানো হবে।
* এছাড়াও, আইনজীবী ফিরোজ এবং তার পরিবারের সদস্যদের মারধরসহ যেকোনো ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়েছে।
* বাধ্য হয়ে আইনজীবী ফিরোজ আইনের আশ্রয় নিয়েছেন।
অভিযুক্ত শাহজালাল ওরফে সাগর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ফিরোজই তাদের বিরুদ্ধে মামলা করেছেন এবং তারা শুধু বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। কোনো হুমকি দেওয়া হয়নি। বরং উল্টো তিনি অভিযোগ করেন যে, ফিরোজই তাকে হুমকি দিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ