ধর্মীয় সফরে ২১৭ তীর্থযাত্রী: বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ইসকনের বৃহৎ দল

আরো পড়ুন

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত্ত সংঘের (ইস্কন) ২১৭ জন তীর্থযাত্রীর একটি বৃহৎ দল শনিবার (২২ নভেম্বর, ২০২৫) সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের মাধ্যমে ভারত সফরে গেছেন। তারা সকাল সাড়ে ৮টার দিকে ‘তীর্থযাত্রার ভিসা’ নিয়ে দেশত্যাগ করেন।
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন
ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, ইস্কনের ২১৭ সদস্যের এই দলটি বেনাপোলে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট এবং ভ্রমণ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র দ্রুত যাচাই-বাছাই করা হয়। এরপরই তাদের ভারতে প্রবেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এই দলের নেতৃত্বে ছিলেন নিতাই দয়াল দাস ব্রহ্মচারী।
তীর্থযাত্রার গন্তব্য ও উদ্দেশ্য
তীর্থযাত্রীরা সাভারের কাতলাপুরে অবস্থিত শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দির থেকে একযোগে এই যাত্রা শুরু করেন। প্রায় ২০ থেকে ২৫ দিনের এই দীর্ঘ আধ্যাত্মিক সফরকে ঘিরে ভক্তদের মাঝে ছিল গভীর উচ্ছ্বাস ও ভক্তি।
সফরে তারা ভারতের ৩০টিরও বেশি পবিত্র স্থান দর্শন করবেন, যার মধ্যে রয়েছে— মায়াপুর, নবরূপ, একচক্রা, বৃন্দাবন, রাধাকুন্ড, বর্ষানা, গোবর্ধন পাহাড়, নান্দগাঁও, গোকুল, কুশীনগর, হরিদ্বার, ঋষিকেশ, অযোধ্যা, কাশীধাম, পুরীধাম এবং ভুবনেশ্বর। ইস্কন সূত্রে জানা গেছে, এই সফর ভক্তদের দীর্ঘদিনের সাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
ভিসা অনুমোদন ও পুলিশের সহায়তা
এর আগে, গত ২০ অক্টোবর ইস্কন শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই দয়াল দাস এবং ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চরণ চন্দ্র দাস দুই মাস মেয়াদের ভিসার জন্য ভারতীয় হাই কমিশনার বরাবর আবেদন করেন। প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর হাই কমিশন এই ভিসা অনুমোদন দেয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, “সকালে ইস্কনের তীর্থযাত্রীরা বেনাপোল ইমিগ্রেশনে এসে কাগজপত্র যাচাই শেষে ভারতে প্রবেশ করেছেন। তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে।”
ইস্কন কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি তীর্থযাত্রীরাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই আধ্যাত্মিক সফরে যোগ দেবেন।

আরো পড়ুন

সর্বশেষ