যশোর, চৌগাছা: যশোরের চৌগাছায় একই দিনে দুটি পৃথক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সড়ক দুর্ঘটনায় একজন স্কুলশিক্ষক নিহত হন। অন্যদিকে, একই দিনে একটি আমবাগান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই দুটি ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে
বৃহস্পতিবার দুপুরে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া এলাকায় ট্রাকচাপায় নিহত হন বালিয়া গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন কুমার মজুমদার (৫৭)। তিনি সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের মৃত ওপেন্দ্রনাথ মজুমদারের ছেলে।
* দুর্ঘটনা: স্কুল শেষে প্রতিদিনের মতো ভ্যানযোগে বাড়ি ফেরার পথে সরকারি চাল বহনকারী একটি ট্রাক (নম্বর: যশোর-ট-১১-১৪২২) তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
* আর্থিক পটভূমি: দীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষকতা করে পরিবার চালাচ্ছিলেন তিনি। স্থানীয়দের মতে, সম্প্রতি তার বেতন চালু হওয়ায় পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছিল, কিন্তু এই দুর্ঘটনা সব কেড়ে নিল।
* পরবর্তী পদক্ষেপ: দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে, তবে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আমবাগান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
একই দিনে বিকেলে হাকিমপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে অপর একটি মর্মান্তিক ঘটনা ঘটে। বেলায়েত হোসেনের আমবাগান থেকে ব্যবসায়ী শহিদ ভূঁইয়া (৫৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
* উদ্ধার: বিকেল তিনটার দিকে পথচারীরা একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখে স্থানীয়দের ও পুলিশকে খবর দেয়। মৃত শহিদ ওই গ্রামের মৃত আব্দুল হক ভূঁইয়ার ছেলে।
* মৃত্যুর কারণ (ধারণা): স্থানীয় সূত্রে জানা যায়, শহিদ ভূঁইয়া দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন। এছাড়া, ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে বড় অঙ্কের ঋণ, চারটি দোকানের ব্যবসা কমে যাওয়া এবং পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্থানীয়দের ধারণা, এই সব চাপ থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশের বক্তব্য
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয় পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একদিনে দুটি পরিবারের উপার্জনকারী ও সংগ্রামের হার মানা মানুষের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
একদিনে দুই মর্মান্তিক মৃত্যু: চৌগাছায় ট্রাকচাপায় শিক্ষক নিহত, আমবাগানে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

