যশোরসহ সারাদেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

আরো পড়ুন

শুক্রবার (২১ নভেম্বর) সকালে দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।

স্থানীয় আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ ম্যাগনিটিউড।
* সময়: শুক্রবার, সকাল ১০টা ৩৮ মিনিট।
* মাত্রা: ৫.২ (রিখটার স্কেলে)।
* কেন্দ্রস্থল: নরসিংদীর ঘোড়াশাল।
* স্থায়িত্ব: কম্পনটি কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।

ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যশোরসহ অন্যান্য এলাকার মানুষজন দ্রুত বাসা-বাড়ি থেকে তাড়াহুড়ো করে রাস্তায় নেমে আসেন।
তবে এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তানেও ভূমিকম্প
এদিকে, একই দিনে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) ভোরে দেশটিতে এই কম্পন অনুভূত হয়।
* পাকিস্তানের ভূমিকম্পের কেন্দ্রস্থল: ভূপৃষ্ঠ থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।

আরো পড়ুন

সর্বশেষ