নড়াইলে শিক্ষককে ধর্ষণচেষ্টার অভিযোগে সাময়িক বরখাস্ত, গ্রেপ্তার হয়নি

আরো পড়ুন

নড়াইল সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলামকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলাম অর্থের বিনিময়ে নিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে কোচিং করাতেন। ১৫ অক্টোবর কোচিং চলাকালীন তিনি পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা চালান। তদন্তে প্রমাণিত হওয়ায় ২২ অক্টোবর থেকে তিনি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের দেওয়া মামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি। তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার এসআই মাসুদ রানা জানান, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের এক সদস্য বলেন, “সামাজিক সম্মানহানির ভয়ে বিষয়টি প্রথমে লুকিয়ে রাখলেও পরে মামলা করেছি। তবে পাঁচ দিনেও অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়নি।”

আরো পড়ুন

সর্বশেষ