যশোরে ১৪ মামলার আসামি জিতু গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ

আরো পড়ুন

যশোর শহরের বারান্দীপাড়ার আলোচিত ব্যক্তি ও ১৪ মামলার আসামি শরিফুল ইসলাম জিতুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে নিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিতু শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে মুক্তি পান। পরে পরিবার তাকে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করায়। শনিবার সেখানে থেকে পালিয়ে এসে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও মারপিট করেন তিনি। পরে প্রতিবেশীরা বাধা দিতে এলে তাদেরও মারধর করেন জিতু। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী একত্র হয়ে তাকে গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, “এলাকাবাসী আহত অবস্থায় জিতুকে আমাদের কাছে সোপর্দ করেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বিরুদ্ধে একটি ওয়ারেন্টও রয়েছে।”

আরো পড়ুন

সর্বশেষ