ঘুষ গ্রহণের অভিযোগে বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার সাময়িক বরখাস্ত

আরো পড়ুন

বেনাপোল: ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গ্রেপ্তারের পর এবার বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। অর্থ মন্ত্রণালয়ের এক পত্রে গত ১৬ অক্টোবর এই আদেশ জারি করা হয়েছে।

আইআরডি-এর আদেশে উল্লেখ করা হয়েছে, যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে দুদক গ্রেপ্তার করেছে, তাই সরকার তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন শামীমা আক্তার খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও আইআরডি জানিয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর শামীমা আক্তারকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। এর আগে ৬ অক্টোবর বিকেলে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই শামীমাকে গ্রেপ্তারের সূত্র পাওয়া যায়।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের জানান, ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় শামীমাকে ৭ অক্টোবর সকালে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় এবং পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তিনি আরও বলেন, এই ঘুষের টাকার লেনদেনের পেছনে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। শামীমা আক্তার বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ