খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১২ জন আহত

আরো পড়ুন

। শুক্রবা র (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের বাসটি সাপমারা এলাকায় পুলিশ চেকপোস্ট পার হওয়ার পরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই দীঘিনালার কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা নিহত হন।
আহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে, তারা হলেন— মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)। আহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় দুইজন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে। উল্টে যাওয়া বাসটির নিচে আরও যাত্রী আটকা থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা, তাই ফায়ার সার্ভিস কর্মীরা বাসটি সরানোর চেষ্টা করছেন।

আরো পড়ুন

সর্বশেষ