সোমবার গভীর রাতে যশোরের চুড়ামনকাটির ছাতিয়ানতলা এলাকায় ট্রেন থেকে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
আহত যুবকের নাম সাব্বির হোসেন (২২)। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মোড়লগঞ্জ গ্রামের আফজাল হোসেনের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিলহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট ট্রেনটি রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা নামক স্থানে পৌঁছালে ট্রেনের যাত্রী সাব্বির হোসেন চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত সাব্বিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সাব্বির হোসেন অচেতন অবস্থায় রয়েছেন। পুলিশ জানিয়েছে, সাব্বির এখনো অচেতন থাকায় ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এলাকাবাসীর দাবি, এর আগেও একই জায়গায় চলন্ত ট্রেন থেকে পড়ে আরও তিন জন যাত্রী গুরুতর আহত হয়েছিলেন।
যশোরে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত যুবক

