যশোর: জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, থানার অনেক বিষয় গ্রাম আদালতে পাঠানো হলে তা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর নির্ভর না করে থানা থেকে গ্রাম আদালতে অভিযোগ বা মামলা পাঠানোর ওপর জোর দেন। একই সঙ্গে তিনি জেলায় অভিযান জোরদার করার কথা বলেন এবং এই কাজে এসিল্যান্ডদের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, অভিযান যত শক্তিশালী হবে, অপরাধ তত কমবে। যানজট নিরসনে আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এছাড়া, সকল রাজনৈতিক দলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান।
সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জেলায় চুরি কমাতে পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে বেপরোয়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল পৌর প্রশাসক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে অটোরিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন, অন্যথায় এর বন্ধ হলে সমস্যা সৃষ্টি হতে পারে। তিনি নওয়াপাড়াকে ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন যশোরের রাস্তার খারাপ অবস্থার কারণে দুর্ঘটনা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন এবং চলাচলে সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনিও অটোরিকশা ও ইজিবাইকের বিষয়ে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন।
বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধে পেট্রোলিং জোরদার করা হয়েছে এবং গোয়েন্দারাও কাজ করছেন। এ কাজে সীমান্তবাসীদের সহযোগিতা চাওয়া হয়েছে।
যুব জামাতের সেক্রেটারি কামরুল ইসলাম অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এখনও অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় নির্বাচন এলে অস্ত্রের ঝনঝনানি দেখা দেবে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সভায় আরও বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়ার আহ্বান যশোর আইনশৃঙ্খলা কমিটির সভায়

