যশোরে হত্যা মামলায় ছেলে ও মাকে অভিযুক্ত করে চার্জশিট

আরো পড়ুন

রাজমিস্ত্রি মইনুদ্দিন হত্যাকাণ্ডে মা-ছেলেকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছিল যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে। মামলার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর আলম আদালতে এই চার্জশিট জমা দিয়েছেন।
অভিযুক্তরা হলেন ডাকাতিয়া পূর্বপাড়ার আলেয়া বেগম (আব্দুল মজিদ মোল্যার স্ত্রী) ও তার ছেলে আশিক হোসেন। তবে, এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় এজাহারভুক্ত অপর চার আসামি সজিব, মজিদ মোল্যা, জসিম ও ফারুকের অব্যাহতি চেয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাজমিস্ত্রি মইনুদ্দিনের সঙ্গে আসামিদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরেই চলতি বছরের ১ জুন আসামি আশিক ও সজিব মইনুদ্দিনের ভাইপো সাগরকে মারধর করে। পরে ঈদের পর মইনুদ্দিনের ভাই জমির হোসেন কারণ জানতে চাইলে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায়, গত ৯ জুন দুপুরে জমির হোসেন স্থানীয় মচে মোল্যার লিচুবাগানে বসে থাকাকালে আশিকসহ অন্য অভিযুক্তরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। জমিরের চিৎকারে তার ভাই মইনুদ্দিন ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী আসমা খাতুন ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ আশিক হোসেন ও তার মা আলেয়া বেগমকে হত্যার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে। বর্তমানে অভিযুক্ত দুজনই আটক রয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ