শার্শায় বিএনপির উঠান বৈঠক: আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মফিকুল হাসান তৃপ্তি’র

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিকিরি পাড়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের মূল বার্তা
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বিএনপিকে জনগণের দল হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ থাকে।” তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনার জন্য উদাত্ত আহ্বান জানান।
এছাড়াও, আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সনাতন ধর্মালম্বীরা নির্ভয়ে পালন করতে পারে, তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দলের নেতাকর্মীদের নির্দেশ দেন।
সভা ও উপস্থিতি
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল আমিনের সভাপতিত্বে এবং বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস
* শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ
এ সময় আরও উপস্থিত ছিলেন: বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, সাবেক ইউনিয়ন সভাপতি তোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা মহিলা দলের সভানেত্রী রহিমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদ হোসেন, বাগআঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের সদস্য বাবর আলী বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ