জামায়াত ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার যুবক থাকবে না: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আরো পড়ুন

খুলনার ডুমুরিয়ায় ছাত্র-যুব সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঘোষণা করেছেন যে, তাঁদের দল ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার যুবক থাকবে না এবং সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মূল প্রতিশ্রুতিসমূহ
অধ্যাপক গোলাম পরওয়ার তাঁর বক্তব্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন:
* কর্মসংস্থান: জামায়াত ক্ষমতায় গেলে দেশের সকল বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
* সরকারি সুবিধা বর্জন: তিনি অঙ্গীকার করেন যে জামায়াতের কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি, বাড়ি কিংবা অন্য কোনো বিশেষ সুবিধা ভোগ করবেন না।
* স্থানীয় উন্নয়ন: বিল ডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসন করা হবে এবং এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
* দুর্গাপূজায় সহায়তা: আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জামায়াত সব ধরনের সহযোগিতা করবে।
* ভোটারদের প্রতি আহ্বান: তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।”
সমাবেশে উপস্থিত ছিলেন যারা
উপজেলা জামায়াতের আমির মাওলানা মুক্তার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন: সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম এবং খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হুসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ