নির্বাচনী প্রতীকের গেজেট প্রকাশ: তালিকায় নেই আওয়ামী লীগের ‘নৌকা’, ফিরল ‘দাঁড়িপাল্লা’

আরো পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ১১৫টি নির্বাচনী প্রতীকের একটি নতুন গেজেট প্রকাশ করেছে। এই তালিকায় আওয়ামী লীগের দলীয় প্রতীক **‘নৌকা’**কে স্থগিত রাখা হয়েছে, অন্যদিকে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে এসেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি করা ‘শাপলা’ প্রতীকটি অবশ্য এই গেজেটে স্থান পায়নি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নতুন তালিকা প্রকাশ করা হয়। এর আগে সংসদ নির্বাচনের বিধিমালার তফসিলে প্রতীকের সংখ্যা ছিল ৬৯টি, যা এবার বাড়িয়ে ১১৫টি করা হয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি, এবং আরও কয়েকটি দলের নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে। পাঁচটি দলের নিবন্ধন নিষ্ক্রিয় বা স্থগিত অবস্থায় আছে।
আওয়ামী লীগের কার্যক্রম আইনি জটিলতার কারণে নিষিদ্ধ হওয়ায় দলটির নিবন্ধন স্থগিত। যদিও এই কারণে তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি উঠেছিল, নির্বাচন কমিশন বিধিমালা মেনে প্রতীকটিকে তালিকায় রেখেছে, তবে তা স্থগিত অবস্থায় থাকবে।
অন্যদিকে, নিবন্ধন পুনর্বহাল হওয়ার পর জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক আবারও নির্বাচনী প্রতীকের তালিকায় ফিরে এসেছে।
জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীকের দাবি জানিয়ে এলেও, এই গেজেটে তা অন্তর্ভুক্ত হয়নি। এর ফলে কমিশন থেকে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এই প্রতীক ব্যবহার করে নির্বাচন করার সুযোগ নেই দলটির।
সংরক্ষিত ১১৫টি প্রতীকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল:
* ফল ও খাদ্যদ্রব্য: আপেল, আনারস, আম, কলা, তরমুজ, লিচু, ফুলকপি, বেগুন।
* জীবজন্তু ও পাখি: গরু, গাভী, ঈগল, ময়ূর, হাঁস, হাতি, বাঘ, হরিণ, উটপাখি।
* গৃহস্থালি ও আসবাব: আলমিরা, চেয়ার, টেবিল, সোফা, সেলাই মেশিন, মোমবাতি, হারিকেন।
* যানবাহন ও প্রযুক্তি: রিকশা, বাইসাইকেল, মোটরগাড়ি, ট্রাক, টেলিভিশন, মোবাইল ফোন, হেলিকপ্টার।
* প্রচলিত প্রতীক: ধানের শীষ, একতারা, কাস্তে, দাঁড়িপাল্লা, দোয়াত-কলম, ফুলের মালা, হাত (পাঞ্জা)।

আরো পড়ুন

সর্বশেষ