আজ এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচটি কার্যত একটি ‘ভার্চুয়াল সেমিফাইনাল’ হিসেবেই বিবেচিত হচ্ছে, কারণ আজকের বিজয়ী দলই সরাসরি ফাইনালের টিকিট পাবে।
পাকিস্তানের আত্মবিশ্বাস ও শক্তি
শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান জয়ের ধারায় ফিরেছে। সেই ম্যাচে ১২ রানে ৪ উইকেট হারানোর পরেও হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে তারা সহজ জয় তুলে নেয়। বল হাতেও তাদের বোলাররা ছিলেন কার্যকর। বিশেষত মোহাম্মদ নওয়াজ, যিনি ব্যাট হাতে টানা দুই ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হুসেইন তালাতও ব্যাট-বলে দারুণ পারফর্ম করেছেন।
বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
অন্যদিকে, ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের ধাক্কা সামলে বাংলাদেশ দল মাঠে নামছে। যদিও টি-টোয়েন্টিতে তাদের সাম্প্রতিক ফর্ম কিছুটা প্রশ্নবিদ্ধ, তবে এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস তাদের পুঁজি। ভারতের বিপক্ষে পরাজয়ের ম্যাচে বোলাররা দুর্দান্ত পারফর্ম করেন। রিশাদ হোসেন, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে রানের গতি কমে আসে। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন সাইফ হাসান, যিনি টানা দুই ম্যাচে অর্ধশতক করেছেন। দলের শক্তি বাড়াতে আজ দলে ফিরছেন অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও তাসকিন আহমেদ।
ম্যাচের সম্ভাব্য পরিস্থিতি
দুবাইয়ের ধীরগতির উইকেট টস জয়ী দলকে প্রথমে বোলিং করার জন্য উৎসাহিত করতে পারে। একই সঙ্গে, গরম আবহাওয়াও ম্যাচের ফলাফলে একটি বড় ভূমিকা পালন করবে।
সম্ভাব্য একাদশ
* বাংলাদেশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
* পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব/হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

