যশোর শহরের চারখাম্বা মোড় এলাকায় একটি প্রতিষ্ঠানের এসি (এয়ার কন্ডিশনার) মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে আরিফ (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে।
বৃহস্পতিবার (আজ) বিকেল ৪টার দিকে চারখাম্বা মোড় এলাকার ‘জনি কাবাব’ নামক একটি খাবারের দোকানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলে যা ঘটে
জানা গেছে, মৃ/ত আরিফ একজন টেকনিশিয়ান হিসেবে ওই দোকানে এসি মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়, কিন্তু তার আগেই ঘটনাস্থলে তার মৃ/ত্যু হয় বলে জানা গেছে।
নিহত আরিফ যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে।
যুবকের অকাল মৃ/ত্যুতে তার পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ধরনের বৈদ্যুতিক কাজ করার সময় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

