: যশোরের সদর উপজেলার সাড়াপোল রূপদিয়া গ্রামে বুধবার দিবাগত রাতে একটি বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এক পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। আহত অবস্থায় ওই তিনজন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতে তারা ঘুমিয়ে পড়ার পর ডাকাতদল প্রধান ফটকের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর স্প্রে জাতীয় কোনো পদার্থ ব্যবহার করে বাড়ির মালিক মফিজুর রহমান, তার স্ত্রী শামীমা এবং ছেলে মারুফ বিল্লাহকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা ঘরে থাকা এক লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ভোরবেলা বাড়ির প্রধান ফটক খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে প্রবেশ করে তাদের অচেতন অবস্থায় দেখতে পান এবং দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনার তদন্ত চলছে।

