যশোরে গরুর বদলে বাছুর জবাইয়ের অভিযোগ, জরিমানা ও মাংস জব্দ

আরো পড়ুন

যশোরের শহরতলি ধর্মতলায় ‘মা-বাবার দোয়া মিট হাউজ’ নামের একটি কসাইখানায় গরুর বদলে বাছুর জবাই করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে টাস্কফোর্স টিম সেখানে অভিযান চালায়। তবে, অভিযানের খবর পেয়ে কসাইখানার মালিক নজরুল ইসলাম পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত দোকানের লোকজনের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, তাদের কাছে খবর আসে যে নজরুল ইসলামের কসাইখানায় গরুর একটি বাচ্চা পড়ে আছে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু এর আগেই বাছুরটি সেখান থেকে সরিয়ে ফেলা হয়।
পরে দোকানে থাকা প্রায় ১২ কেজি গরুর মাংস জব্দ করে তা নষ্ট করে দেওয়া হয় এবং কিছু সরঞ্জামও জব্দ করা হয়। মালিক নজরুল ইসলামকে বারবার ফোন করা হলেও তিনি আসেননি। সেলিমুজ্জামান আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার এবং সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম।

আরো পড়ুন

সর্বশেষ