যশোরের নাভারণ কলা গাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পুলিন মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধ। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিন মজুমদারের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার কাজিরাবাজ গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিন মজুমদার রাস্তা পার হওয়ার জন্য একটি মোটরসাইকেল থেকে নামছিলেন। এমন সময় দ্রুত গতিতে আসা আরেকটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, পুলিন মজুমদারের অবস্থা আশঙ্কাজনক।

