যশোর, সদর: যশোরের সদর উপজেলার হুদা রাজাপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তিন ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি কাটার ও একটি গাছি-দা উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর গভীর রাতে।
এ ঘটনায় হুদা রাজাপুর গ্রামের বাসিন্দা বাশিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৬-৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার শফিক মাতুব্বর, সোহেল মাতুব্বর এবং মধুখালী উপজেলার মনির হোসেন। মামলার পলাতক আসামি আব্দুল্লাহ।
বাদী বাশিকুল ইসলাম জানান, ২৩ সেপ্টেম্বর গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল হুদা রাজাপুর গ্রামে প্রবেশ করে। প্রথমে তারা কুদ্দুস ডাক্তারের বাড়ির কাছে গেলে স্থানীয়রা “ডাকাত, ডাকাত” বলে চিৎকার শুরু করে। এরপর তারা এনামুল হকের বাড়ির দিকে গেলে গ্রামবাসী ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আটককৃতদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

