দুর্নীতি ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে শার্শা বিএনপি নেতা আনোয়ার হোসেনকে অব্যাহতি

আরো পড়ুন

যশোর, ২৩ সেপ্টেম্বর: তেলপাম্প দখল, জালিয়াতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের কারণে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি। সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বারের সঙ্গে দলের কোনো নেতাকর্মীকে যোগাযোগ না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না এবং বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই।
একই সাথে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চলতে যশোর জেলা বিএনপি এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দল দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে ২২০ জন নেতাকর্মীকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরেকটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমান তার ফেসবুক পোস্টে শৃঙ্খলাকে দলের শক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই বিএনপি প্রমাণ করেছে যে তারা সততার ব্যাপারে আন্তরিক। আমাদের পরিচয় হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক, বিভাজন বা সুবিধাভোগের নয়।”
দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ