: যশোরের কেশবপুরে পরীক্ষার খাতায় কম নম্বর পাওয়ার কারণ জানতে চাওয়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রকে মারপিট করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দশকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভুক্তভোগী ছাত্রের পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ ও পরিবারের সূত্রে জানা গেছে, রোববার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বিজ্ঞান বিষয়ের খাতা বিতরণ করা হয়। দ্বিতীয় শ্রেণির ছাত্র রোহান শেখ ৪৯ নম্বর পাওয়ায় তার শিক্ষক চিন্ময় সরকারের কাছে নম্বর কম পাওয়ার কারণ জানতে চায়। এরপরই শিক্ষক তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। এতে লাঠি ভেঙে গেলে তিনি রোহানের গালে সজোরে থাপ্পড় মারেন।
রোহানের বাবা রমি শেখ অভিযোগ করেন, তার ছেলেকে মারপিটের পর আহত অবস্থায় প্রায় চার ঘণ্টা বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে তারা ছেলেকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে তার বাম গাল, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন দেখা যায়। তিনি এই ঘটনার জন্য শিক্ষক চিন্ময় সরকার এবং আহত অবস্থায় ছাত্রকে আটকে রাখার জন্য প্রধান শিক্ষক দীন মোহাম্মদের বিচার দাবি করেছেন।
স্থানীয় শামীম শেখ জানান, শিক্ষক চিন্ময় সরকারের বিরুদ্ধে এর আগেও একই ধরনের মারপিটের অভিযোগ ছিল।
এ বিষয়ে শিক্ষক চিন্ময় সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
দশকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীন মোহাম্মদ জানান, মারপিটের ঘটনায় শিক্ষক চিন্ময় সরকারকে উপজেলা শিক্ষা অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ মণ্ডল বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তিন কার্যদিবসের মধ্যে শিক্ষক চিন্ময় সরকারকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

