যশোর সরকারি এম এম কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মিজানুর রহমান-এর বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর তার অবসর উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি শিক্ষকদের বদলি করানোর হুমকি দেন, যা শিক্ষক মহলে চাপা আতঙ্ক সৃষ্টি করেছে।
অভিযোগ অনুসারে, বিদায়ী অনুষ্ঠানে অধ্যক্ষ মিজানুর রহমান তার সহকর্মীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তিনি নিজেকে ‘কাফের’ হিসেবে উল্লেখ করে বলেন যে ‘মোনাফেকরা’, যারা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, তারা ভালো নয়। এছাড়াও, তিনি রূপক অর্থে নিজেকে ‘তীর্থযাত্রী’ এবং সহকর্মী শিক্ষক-কর্মকর্তাদের ‘কুকুরের’ সঙ্গে তুলনা করেন। তার এমন মন্তব্যের পর শিক্ষকরা সেদিন তার সঙ্গে কথা বলা থেকে বিরত থাকেন এবং তিনি অনেকটা নিরবেই বিদায় নেন।
একাধিক শিক্ষকের অভিযোগ, অধ্যক্ষ তার কর্মজীবনে একাধিকবার শিক্ষকদের বান্দরবান ও খাগড়াছড়িতে বদলি করার হুমকি দিয়েছেন। এছাড়াও, বেসরকারি কর্মচারীদের অবসরকালীন সুবিধা বাবদ যে ২ লাখ টাকা দেওয়া হতো, তিনি তা বন্ধ করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
কিছু শিক্ষক দাবি করেন, ড. মিজানুর রহমান শুধু বাংলা বিভাগের অধ্যাপক আকতার হোসেন-কে ভালো শিক্ষক হিসেবে গণ্য করতেন। আকতার হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার-এর বড় ভাই। শিক্ষকদের ধারণা, আকতার হোসেনকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই অধ্যক্ষ এমন মন্তব্য করেছেন।
কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদায়ী অধ্যক্ষ ড. মিজানুর রহমান তার বিদায়ী অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে বদলির কথা বলেছিলেন।

