যশোরে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রনি ও তার ছোট ভাই মনিরুল ইসলাম রানাকে অস্ত্র নিয়ে ধাওয়া করে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় রনি নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন- খোলাডাঙ্গা গাজীপাড়ার শাকিল, মানিক, আন্তর, বিপ্লব মোল্লা, অনিক, সম্রাট, লিটন, টিটো, শক্তি গাজী এবং রেখা। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে রনি জানান, তার সঙ্গে আসামিদের পূর্বশত্রুতা রয়েছে, যার সূত্রপাত ২০১৩ সালে। সে সময় আসামিরা তাকে মারধর করে আহত করেছিল। রনি বর্তমানে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার দিন, গত ১৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে রনি, তার ভাই রানা এবং তাদের এক বন্ধু ধর্মতলা মোড়ে গেলে আসামিরা বোমা, হাসুয়া, দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। তারা দৌড়ে পালিয়ে কোনোমতে নিজেদের জীবন বাঁচান। এই ঘটনার পর থেকে রনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
যশোরে ছাত্রদল নেতাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া, মামলা দায়ের

