সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আরএফইডি (নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন) ও টিআইবি-এর যৌথ উদ্যোগে আয়োজিত ইলেকশন ট্রেনিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলো যদি প্রকৃতপক্ষে সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা কঠিন। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের ঘনিষ্ঠ অনেকেই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আছেন, যা কিছুটা দুর্বলতা তৈরি করে। তবে এই বাস্তবতা মেনেই আমাদের এগিয়ে যেতে হবে। এ সময় তিনি নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ভূমিকার ওপরও জোর দেন।
নির্বাচনকালীন সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

