ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা রতন মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টায় উপজেলার আলাইপুর গ্রামে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। রতন মিয়া ওই গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে।
অপরাধ ও মামলা
পুলিশ সূত্রে জানা গেছে, রতন মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং একটি জিআর মামলায় তার দুই বছরের সাজা রয়েছে। কালীগঞ্জসহ ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। তিনি একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং প্রধান হিসেবে কাজ করতেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রতনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

