অনলাইন প্রতারণার শিকার, তিন প্রতারক আটক

আরো পড়ুন

যশোরে অনলাইন প্রতারণার মাধ্যমে প্রায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে পুলিশ। যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা রোববার রাতে ঢাকা ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
প্রতারণার কৌশল
যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম একটি ওয়েবসাইটের মাধ্যমে টেলিগ্রামে একটি লিংকের ফাঁদে পড়েন। প্রতারকরা তাকে জানায়, তাদের কাছ থেকে কাজ পেতে হলে কিছু টাকা জামানত রাখতে হবে এবং কাজ না হলে সেই টাকা ফেরত দেওয়া হবে। প্রথমে, ১০ হাজার টাকা জামানত দিলে এক ঘণ্টা পর ১৭ হাজার টাকা লাভসহ ফেরত দেওয়া হয়। এতে জাহাঙ্গীর বিশ্বাস স্থাপন করেন।
এরপর প্রতারকরা জানায়, এক লাখ টাকা জামানত দিলে আরও বেশি পারিশ্রমিক দেওয়া হবে। এভাবে জাহাঙ্গীর আলম বিভিন্ন সময়ে সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৪৬ লাখ ৬৬ হাজার ৭২৫ টাকা পাঠান। কিন্তু পরবর্তীতে কোনো টাকা ফেরত না পেয়ে এবং তাদের কথায় অসঙ্গতি দেখে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
প্রতারকদের আটক
জাহাঙ্গীর আলমের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, সাইবার ক্রাইম ইউনিটের এসআই দেবব্রত ঘোষ জানান, প্রথমে ঢাকা থেকে আলাউদ্দিন শেখকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার থেকে জাহিদুল ইসলামকে এবং পরে বাড্ডা থেকে এনামুল হককে আটক করা হয়। আটককৃতরা সবাই প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সোমবার বিকেলে আটক তিনজনকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসআই দেবব্রত ঘোষ আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

আরো পড়ুন

সর্বশেষ