বিএনপি জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছে

আরো পড়ুন

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় পার্টির কার্যালয়ে এমন ঘটনার মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি হবে এবং এটি গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থী। যদিও রাজনৈতিক ভিন্নমত স্বাভাবিক, কিন্তু কোনো দলের কার্যক্রমকে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের মাধ্যমে থামানো সর্বজনীন গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিএনপি মনে করিয়ে দিয়েছে, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অপরিহার্য এবং রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছার উপর। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরো পড়ুন

সর্বশেষ