যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মাদ্রাসা পাড়ায় এক নারীর সঙ্গে বর্বরতা ও ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। অভিযুক্ত তাহাজ্জত ওরফে ট্যানা প্রথমে নারীর কাছে অনৈতিক প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে ধর্ষণচেষ্টা ব্যর্থ হলে তিনি নারীর আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলেন।
স্থানীয়রা ও ভিকটিমের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ট্যানা ওই নারীর কাছে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এবং প্রত্যাখ্যানের কারণে ক্ষতির পরিকল্পনা করছিলেন। রোববার দুপুরে নারীর ঘরে একা অবস্থায় ট্যানা ঢুকে ধর্ষণ চেষ্টা চালায়। নারীর চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাস্থলে পৌঁছালে ট্যানা পালানোর চেষ্টা করে।
ঘটনার পর চৌগাছা থানা পুলিশ অভিযুক্তকে আটক করে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্যানাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মামলা প্রক্রিয়াধীন। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

