যশোর শহরের টিবি ক্লিনিক এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকরা হলেন ওই এলাকার মমিনুল ইসলাম ও তার স্ত্রী শিলা খাতুন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মমিনুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালান। এ সময় দম্পতির কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে শিলা খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং তাকে আদালতে সোপর্দ করা হয়। অপরদিকে ভ্রাম্যমাণ আদালতে মমিনুল ইসলামকে ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান সরদার। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

