যশোরে সোনা চোরাচালানের মামলায় একজন আটক

আরো পড়ুন

যশোরে সোনা চোরাচালানকারী সন্দেহে সহিদুল ইসলাম ওরফে শহিদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ বাজারপাড়া এলাকার একটি ব্যাগের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত জোকার আলী মণ্ডলের ছেলে।

ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস কুমার আঢ্য জানান, গত ৩০ জুলাই যশোর সদর উপজেলার চুরামনকাটি মুরাদনগর বাজারের পাশ থেকে ৪২০ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ জাহিদ মণ্ডল (৩৬) নামে এক যুবককে আটক করে বিজিবি-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা। আটক জাহিদ রাজবাড়ী জেলার পদমদী উপজেলার দোপপাড়া গ্রামের হান্নান মণ্ডলের ছেলে।

সে সময় জাহিদ মণ্ডল বিজিবিকে জানিয়েছিলেন, ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চোরাচালান চক্রের কাছ থেকে সোনা সংগ্রহ করে তা ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়।

মামলার তদন্তে সহিদুল ইসলাম ওরফে শহিদের সম্পৃক্ততার তথ্য মেলে। পরে তাকে আটক করে যশোরে আনা হয়। রোববার তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ