যশোরে বাকপ্রতিবন্ধী এক নারী (৩০) ধর্ষণের শিকার হয়েছেন। কে বা কারা এই জঘন্য অপরাধ ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নতুনহাট কলেজের পাশের একটি পেঁপে বাগান থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত নূর আলী বিশ্বাসের ছেলে গোলাম রাব্বানী (৪৮) কোতোয়ালি থানায় মামলা করেছেন।
এজাহারে তিনি উল্লেখ করেন, গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নতুনহাট পাবলিক কলেজের একজন প্রভাষক ফোন দিয়ে জানান, কলেজের পশ্চিম পাশে একটি পেঁপে বাগানে এক নারী অসুস্থ অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে কিছু জিজ্ঞেস করলেও কথা বলতে না পারায় কিছুই জানতে পারেননি। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে চাঁচড়া ফাঁড়ির পুলিশ এসে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে।
হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর নিশ্চিত করেছেন যে, ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশের ধারণা, বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে তাকে পেঁপে বাগানে ধর্ষণ করা হয়। বাকপ্রতিবন্ধী হওয়ায় তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

