যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন (৬৭) শারীরিক অসুস্থতার কারণে যশোর শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। জানা গেছে, সকালেই ঢাকা থেকে ফেরার পর শহরতলীর ধর্মতলা এলাকায় নিজ বাসভবনে শারীরিক দুর্বলতা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. তাহমিদ উর রহমান জানান, খোকন সেলুলাইটিস বা পায়ের মাংসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যা রয়েছে। এছাড়া তাকে কার্ডিয়াক চিকিৎসক ডা. মো. আব্দুল কাদের ও ডা. তৌহিদুল ইসলামও চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলায় ভর্তি রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।

