শার্শায় উজান থেকে নেমে আসা পানিতে গ্রাম প্লাবিত, শতাধিক পরিবার পানিবন্দী

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ভারী বর্ষণ ও ভারতীয় উজান থেকে নেমে আসা পানির চাপের কারণে প্রাথমিক বিদ্যালয়সহ শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে বাহাদুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বাংহুদা গ্রামে গিয়ে দেখা যায়, শিশুরা নৌকায় চড়ে যাতায়াত করছে। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ১৫০টি কাঁচা ও পাকা ঘরবাড়ি প্লাবিত হয়েছে। শুধু সর্বাংহুদাই নয়, পাশের রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা ও বোয়ালিয়া গ্রামসহ আরও কয়েকটি এলাকায় একই পরিস্থিতি বিরাজ করছে। প্রায় দেড় মাস ধরে এসব গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

সর্বাংহুদা গ্রামের ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. জিয়াউর রহমান জানান, “ভারী বর্ষণ ও ভারতীয় পানি প্রবাহের কারণে গ্রাম প্লাবিত হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাইনি আমরা। অসহায় মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছে।”

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, “সর্বাংহুদা, রঘুনাথপুর ও ঘিবা এলাকা প্রতিবছরই ভারতীয় উজানের পানির কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ১৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং কয়েকটি ইউনিয়নে তা বিতরণও করা হয়েছে।”

তিনি আরও জানান, “বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও মসলাসহ শুকনো ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে পর্যাপ্ত ত্রাণ না থাকায় ধাপে ধাপে সব ইউনিয়নে সহায়তা পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো পরিবার বঞ্চিত না হয়।”

আরো পড়ুন

সর্বশেষ