যশোর জেনারেল হাসপাতাল থেকে মাদকসহ এক ব্যক্তি আটক

আরো পড়ুন

যশোর জেনারেল হাসপাতালের ভেতর থেকে শাহিনুর ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে মাদকসহ আটক করেছে হাসপাতালের গার্ডরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আটক শাহিনুর ইসলাম যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলাপাড়া এলাকার ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া এবং সহিউদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেল গ্যারেজের ভেতরে গাঁজা ও ইয়াবা সেবনের সময় শাহিনুরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ পোটলা গাঁজা, ১ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসোপ্যান ট্যাবলেট, ফয়েল পেপার, হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, কাঁচি ও কইলকসহ মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে আটক শাহিনুর ইসলামকে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ