যশোর জেনারেল হাসপাতালের ভেতর থেকে শাহিনুর ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে মাদকসহ আটক করেছে হাসপাতালের গার্ডরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আটক শাহিনুর ইসলাম যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলাপাড়া এলাকার ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া এবং সহিউদ্দিনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেল গ্যারেজের ভেতরে গাঁজা ও ইয়াবা সেবনের সময় শাহিনুরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ পোটলা গাঁজা, ১ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসোপ্যান ট্যাবলেট, ফয়েল পেপার, হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, কাঁচি ও কইলকসহ মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে আটক শাহিনুর ইসলামকে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

