যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকার একটি বাড়ির ছাদে মোবাইলে কথা বলার সময় বৈদ্যুতিক তারে স্পর্শ হয়ে এমএম কলেজের এক শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ডিএসবি ঘটনাটিকে বৈদ্যুতিক শর্ট–সার্কিটজনিত দুর্ঘটনা হিসেবে মনে করছে।
আহত শিক্ষার্থীর নাম রাবেয়া (২১), তিনি শার্শা উপজেলার বসতপুর বড় কলোনির হানিফ সরকারের মেয়ে। তার বান্ধবী জানায়, অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য রাবেয়া চাঁচড়া ডাল মিল এলাকার সালমা নামের এক নারীর বাসায় অবস্থান করছিলেন। শনিবার সন্ধ্যায় ওই বাসার ছাদে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার স্পর্শ করলে শর্ট–সার্কিট হয়ে শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়।
সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

