যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়ায় একসাথে চার কন্যাশিশুর জন্ম দিয়েছেন সম্পা বেগম নামে এক গৃহবধূ। তিনি ওই এলাকার শামিমের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রসব বেদনা উঠলে সম্পা বেগমকে যশোর আদ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি চার সন্তানের জন্ম দেন।
তবে জন্মের পরপরই একটি নবজাতক মারা যায়। অন্য একটি শিশু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বাকি দুই নবজাতক ও মা সম্পা বেগম সুস্থ আছেন বলে পরিবার জানিয়েছে।
একসাথে চার সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, তাদের গ্রামে একসাথে চার শিশুর জন্ম এই প্রথমবার ঘটলো।

