যশোরে সদর–৩ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে গণমিছিল ও জেলা নির্বাচন অফিস ঘেরাও

আরো পড়ুন

যশোরে সদর–৩ আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে জেলা বিএনপি ও স্থানীয় জনগণ গণমিছিল বের করে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে। দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান, জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, সদর–৩ আসনের সীমানা পরিবর্তনের উদ্যোগ জনগণের মতামতবহির্ভূত এবং প্রস্তাব বাস্তবায়িত হলে এলাকার ভোটারদের স্বার্থ ক্ষুণ্ন হবে। তারা প্রশাসনিক পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

 

আরো পড়ুন

সর্বশেষ