যশোরে শেখহাটি জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩

আরো পড়ুন

যশোর সদর উপজেলার শেখহাটি বাবলাতলা নোয়াপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হন।

আহতরা হলেন—ইসমাইল হোসেন (৩৮), তার ভাই ইসরাইল হোসেন (৩০) ও ইসমাইলের স্ত্রী মনিরা খাতুন (২৫)। অপর পক্ষের আশিকুল (৩৫) ও তার স্ত্রী আন্না (২৫)ও সংঘর্ষে জড়ালেও গুরুতর আহত হননি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে সকালে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

আরো পড়ুন

সর্বশেষ