যশোরে ড্যাবের আয়োজনে ৫২ জন নতুন ইন্টার্ন চিকিৎসক বরণ

আরো পড়ুন

নতুন ৫২ জন ইন্টার্ন চিকিৎসককে বর্ণাঢ্য আয়োজনে বরণ করলো যশোর ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)। বৃহস্পতিবার যশোর শহরের পিটিআই মাল্টিপারপাস বিল্ডিংয়ে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্স সম্পন্ন করে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চিকিৎসকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পেশাগত জীবনের জন্য তাদের শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজের ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. এবিএম দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন ড্যাব নেতা ডা. ফারুক এহতেশাম পরাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. শরিফুল আলম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবু হাসনাত মো. আহসান হাবিব, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. আহম্মেদ ফেদৌস জাহাঙ্গীর সুমন এবং সাধারণ সম্পাদক ডা. এসএম নাজমুল হক।

আরো পড়ুন

সর্বশেষ