যশোরে যুবলীগ নেতা রেজাউল ইসলাম হত্যা: অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা, দুই দিনেও গ্রেফতার হয়নি কেউ

আরো পড়ুন

যশোরে যুবলীগ নেতা রেজাউল ইসলামকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে ১৩ আগস্ট এ মামলা করেন, যার নম্বর ৪৮।

মামলার বিবরণ অনুযায়ী, ১২ আগস্ট (মঙ্গলবার) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে ফোন করে বাড়ির পাশে শাহাজাহান হোসেনের বাড়ির সামনে ডেকে নেয়। সেখানেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার গোঙানির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রেজাউল ইসলাম ছিলেন যুবলীগের সক্রিয় কর্মী। হত্যাকাণ্ডের পর চুড়ামনকাটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার দুই দিন পার হলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

আরো পড়ুন

সর্বশেষ