যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার অসহায় গৃহবধূ রুমা বেগমকে গৃহ মেরামতের উপকরণ প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে।
বুধবার জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম-সম্পাদক এহতেশামুল হক পাপ্পু, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম কালু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ উদ্দিন টিপু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা শাহাবুদ্দিন খান, মহিলা দল নেত্রী হেলেনা পারভীন, বিউটি বেগম প্রমুখ।

