বুধবার যশোর পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় অবৈধ দখলমুক্ত ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাবলাতলা মোড় সড়কের পাশে ও ড্রেনের ওপর স্থাপিত নানা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা এসব স্থাপনা পথচারীদের চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। একই সঙ্গে শহরের বিভিন্ন সড়কে অবৈধ ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণেও পদক্ষেপ নেওয়া হয়।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পুনরায় দখল বা অবৈধ যান চলাচল ঠেকাতে কঠোর নজরদারি চালানো হবে।

