আটককৃতরা হলেন—সদর উপজেলার বোলপুর গ্রামের মৃত মোন্তাজ আলী বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম মিলন এবং চৌগাছার রামভদ্রপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফিরোজ উদ্দিন।
মঙ্গলবার সন্ধ্যার পর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিবির এসআই কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুই যুবক ওই এলাকায় মাদক বেচাকেনায় লিপ্ত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে শহিদুলের কাছ থেকে ৬০ পিস এবং ফিরোজের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

