খুলনায় ডুমুরিয়া অ্যাম্বু্লেন্স খাদে পড়ে প্রাণ গেল নারীর

আরো পড়ুন

খুলনার ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ময়না (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন।

খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা ও আরিফ মোল্লারের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, তিনি পিঠের টিউমার অপারেশনের জন্য সকালে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্সে যাত্রা করেছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলা নতুন রাস্তায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে চারজনের মধ্যে তিনজন সুস্থ থাকলেও ময়না ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

আরো পড়ুন

সর্বশেষ