বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে চলতি মৌসুমে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক দলের প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই প্রতিযোগিতার অংশ হিসেবে জেলা পর্যায়ে গঠিত হবে বয়সভিত্তিক দল।
এ লক্ষ্যে আসন্ন বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে শামস্-উল হুদা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সী ক্রিকেটারদের রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

