বালিতে পুঁতে টাকা আদায়’—প্রেসক্লাব নেতার স্ত্রীর দাবি, এটি মিথ্যা মামলা

আরো পড়ুন

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরের বহুল আলোচিত ‘ব্যবসায়ীকে বালিতে পুঁতে ৪ কোটি টাকা আদায়’ ঘটনাকে মিথ্যা বলে দাবি করেছেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরীর স্ত্রী লাবণ্য রহমান। শনিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নওয়াপাড়ার ব্যবসায়ী ও মেসার্স আফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবির টিপু বিভিন্ন ব্যবসায়ীর শত শত কোটি টাকা আত্মসাতের চেষ্টা করছেন এবং পাওনা চাইলে কল্পিত চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করছেন।

লাবণ্য রহমান জানান, তার স্বামী কেবল বিনিয়োগকারীদের পাওনা ফেরত আনার জন্য মধ্যস্থতা করেছিলেন, চাঁদাবাজি করেননি। তিনি বলেন, টিপুর কাছে মেসার্স জনি এন্টারপ্রাইজের মাধ্যমে তার স্বামীসহ কয়েকজন ব্যবসায়ী কয়েক কোটি টাকা বিনিয়োগ করেন। চাপের মুখে টিপু ধাপে ধাপে ৪ কোটি টাকা ফেরত দেন, যা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়।

তার দাবি, ২০ লাখ ৫০ হাজার টাকা বাকি থাকায় টাকা ফেরতের জন্য চাপ দিলে এক বছর পর টিপু নিজের স্ত্রীকে দিয়ে নাটক সাজিয়ে মিথ্যা মামলা করেন। এরপরই বিভিন্ন মাধ্যমে ‘বালিতে পুঁতে টাকা আদায়’ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, টিপুর কাছে নওয়াপাড়াসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের শত শত কোটি টাকা পাওনা রয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ