বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিকে বিতর্কিত করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে মুখোমুখি দাঁড় করানোর একটি ঘৃণ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা চালানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে উমামা লিখেছেন, “১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের জন্ম হয়েছে, আর ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার পতনের সূচনা ঘটেছে। এদেশের ইতিহাস সবসময়ই জনগণের আন্দোলনের ধারায় রচিত হয়েছে।”
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি শেয়ার করা ছবির কথা উল্লেখ করে বলেন, “এই ছবির প্রতি আমার চূড়ান্ত ঘৃণা। এটি শুধু আমাদের লাখো শহীদের আত্মত্যাগের অবমাননা নয়, বরং আমাদের জুলাই অভ্যুত্থানের আত্মদানকেও অসম্মান করেছে।”
গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে উমামা ফাতেমা ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। পরবর্তীতে তিনি সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত মাসে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠন থেকে সরে দাঁড়ান।

