হবিগঞ্জে পুলিশের হাত থেকে পালালেন ৯ হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা

আরো পড়ুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন ৯ হত্যা মামলার আসামি এবং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ। সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান ৯ জন। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি ছিলেন মজিদ। সোমবার তাকে নিজ বাড়ি থেকে আটক করে নৌকাযোগে থানায় আনার সময় পথিমধ্যে হাতকড়াসহ নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি।

পালিয়ে যাওয়ার ঘটনায় দ্রুত অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তাকে থানায় নেওয়ার পথে তার কিছু অনুসারী বাধা সৃষ্টি করলে সুযোগে তিনি পালিয়ে যান।”

তিনি আরও জানান, মজিদকে পুনরায় গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল এলাকায় অভিযান চালাচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ