সদর উপজেলার ফরিদপুর গ্রামের মুরগি ব্যবসায়ী আবু বক্কার হত্যা মামলায় আটক দম্পতি নির্মল কুমার সরকার ও তার স্ত্রী স্বরসতী সরকারের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৪ আগস্ট) যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত আবু বক্কার ফরিদপুর গ্রামে নিজ বাড়িতে মুরগির খামার করতেন। গত মে মাসে নির্মল ও স্বরসতী দম্পতি তার কাছ থেকে তিনটি মুরগি কিনে ৯০০ টাকা বাকি রাখেন। পরবর্তীতে ওই টাকা চাইতে গেলে তারা তালবাহানা করতে থাকেন।
গত ২২ জুলাই আবু বক্কার পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে আসামিদের বাড়িতে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে বক্কারকে পিটিয়ে গুরুতর জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
মামলার অগ্রগতি
এ ঘটনায় নিহতের ছেলে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতার করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে রবিবার তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

